- প্যাথলজিক্যাল টেস্ট
প্যাথলজি পরীক্ষার ফলাফলের উপর সঠিক রোগ নির্ণয়ের বিষয়টি অনেকাংশেই নির্ভরশীল। আগে রোগীর নাড়ি দেখে কিংবা হাঁটাচলা দেখে রোগ নির্ণয় করা সম্ভব হলেও এখন তা প্রায় অসম্ভব। বর্তমানে যেকোনো রোগ নির্ণয়ের পূর্বশর্ত হলো রোগীর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং সবশেষ বিভিন্ন প্যাথলজিকাল পরীক্ষা। এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া বর্তমানে কোনো রোগ নির্ণয় বা চিকিৎসা কিংবা পরবর্তী ফলোআপ সম্ভব নয়।
সকল চেকআপ ও টেস্টে’র পর আপনার ডাক্তার আপনার জন্য হাসপাতালে ভর্তির সিধান্ত নেওয়ার পরেই, আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রথম ধাপ হলো হেল্প ডেস্ক থেকে ছাড়পত্র নেওয়া। আপনার চিকিৎসা কভার করতে এবং হাসপাতলে থাকার জন্য আপনাকে আনুমানিক ট্যারিফের আপনার গ্রহণযোগ্যতা বোঝাতে বলা হবে। এই ধাপটি সম্পন্ন হওয়ার পরে, আপনাকে ভর্তির জন্য একটি তারিখের পাশাপাশি প্রাক-অপারেটিভ নির্দেশাবলী দেওয়া হবে। আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর সে সকল সেবা রোগীগণ পাবেন -
যে সকল রোগীর ভর্তির প্রয়োজন তাদের জন্য যে ধরণের সেবা রয়েছেঃ-
- ভিআইপি ডাবল বেড ।
- ভিআইপি সিঙ্গেল বেড ।
- ডাবল বেড ।
- সিঙ্গেলে বেড ।
- জেনারেল বেড পুরুষ ।
- জেনারেল বেড মহিলা ।
- NVD – (নরমাল ডেলিভারি ইউনিট)
আপনার পছন্দ অনুযায়ী যেকোনো সেবা আপনি গ্রহণ করতে পারেন। আমাদের প্রত্যেকটি ইউনিট উন্নত মানের স্বাস্থ্যসম্মত।আমাদের মূললক্ষ্য রোগী’কে সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক চিকিৎসা সেবা প্রদান করা।
জরুরি চিকিৎসা
জরুরী? যেকোনো সাহায্যের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন
সহায়ের জন্য যোগাযোগ: আমরা আপনার জন্য এখনই প্রয়োজনে আছি! যেকোনো জরুরী অথবা আপনার সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দিন-রাতে উপস্থিত আছি আপনার সাহায্যের জন্য